গত ২৪ ঘন্টায় ভারতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত - BookBoi.Com | Read Latest Bangla News Live, Bengali News Live, Bangla Khabar, Bangla News

Menu2

গত ২৪ ঘন্টায় ভারতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত

 

coronavirus-cases-in-india-in-biggest-1-day-jump Bangla-News-Live-Bengali-News-Live-Bangla-Khabar-Bangla-News-Bengali-News-bookboi-com



গত ২৪ ঘন্টায় ৬৯,৬৫২  টি নতুন কেস নিয়ে ভারতে করোনভাইরাস আক্রান্তের সংখ্যা ২৮,৩৬,৯২৬ -তে দাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে দেখা গেছে, দৈনিক হিসেবে গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

ভারতে করোনা ভাইরাস আক্রান্ত ২০.৯৬ লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। অতএব সুস্থতার হার ৭৩.৯০ শতাংশে দাড়িয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এই রোগে মারা গিয়েছেন ৯৭৭ জন।  এবং মোট মৃতের সংখ্য়া ৫৩৮৬৬ জন। 

বর্তমানে করোনা আক্রান্তের সংখ্য়া তামিলনাড়ুতে  ( ৩৫৫৪৪৯ জন ), অন্ধ্র প্রদেশে  ( ৩১৬০০৩ জন ), কর্ণাটকে  ( ২৪৯৫৯০ জন ), উত্তরপ্রদেশে  ( ১৬৭৫১০ ) এবং দিল্লিতে  ( ১৫৬১৩৯ জন )। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্য়া ৬২৮৬৪২ জন। 


দিল্লি সরকার আজ এই মাসের প্রথম সপ্তাহে রাজধানী জুড়ে পরিচালিত দ্বিতীয় সেরো-জরিপের ফলাফল ঘোষণা করবে। প্রথম সেরো-জরিপে প্রকাশিত হয়েছিল যে দিল্লির ২৩ শতাংশ জনগোষ্ঠী কোভিড -১৯ এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করেছে।

করোনা ভাইরাস মহামারীটি গত বছরের শেষ দিকে চীনে আত্মপ্রকাশের পর থেকে বিশ্বব্যাপী ৭.৮৭  লক্ষ মানুষকে মৃতুর মুখে ঠেলে দিয়েছে। এবং সমগ্র পৃথিবীতে ২.২৩ কোটিরও বেশি লোক করোনভাইরাসতে আক্রান্ত হয়েছেন।




---------------------------------------------------------------------------------------------------------------------------- 

In BookBoi.Com you can find Bangla News Live, Bengali News Live, Bangla Khaba,r Bangla News, Bengali News, Latest Bangla News, Breaking bangla news, Top bangla news, Today's bangla news

----------------------------------------------------------------------------------------------------------------------------
Previous article
Next article

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads