সুস্থ হচ্ছেন প্রণব, আশা জাগালেন ছেলে - BookBoi.Com | Read Latest Bangla News Live, Bengali News Live, Bangla Khabar, Bangla News

Menu2

সুস্থ হচ্ছেন প্রণব, আশা জাগালেন ছেলে

 

bookboi.com
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়


মাথায় গুরুতর চোট নিয়ে গত চারদিন হাসপাতালে ভর্তি আছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।  তবে আপাতত তিনি স্থিতিশীল, এমনটাই জানিয়েছেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। 

তার কথায়,  "আজ চারদিনের পর্যবেক্ষণ শেষ হলো বাবার, অবস্থা আপাতত স্থিতিশীল।  চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।  সব সময় বাবা বলতেন, দেশকে আমি যতটা দিয়েছি, তার চেয়ে দেশ আমাকে বেশি দিয়েছে।  তাই আপনার প্রার্থনা করুন। "

এছাড়াও সেনা হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, 

"প্রণব মুখোপাধ্যায়ের পরিস্থিতি অপরিবর্তিত, উনি এখনো সাপোর্টে ইনটেনসিভ কেয়ারে আছেন।  তবে আপাতত তার অবস্থা স্থিতিশীল। "


 পাশাপাশি প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইটারে লেখেন, 

" গত দুদিনে আমি যা বুঝেছি, তা হল বাবার অবস্থা সংকটজনক হলেও তার পরিস্থিতির অবনতি হয়নি।  বরং চোখে আলো ফেললে, সাড়া দিচ্ছেন।"   তিনি আরো জানান, "সকলের সম্মিলিত প্রার্থনার ওপর আমার ভরসা রয়েছে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য সকলকে কৃতজ্ঞতা জানাই।  আপনাদের কাছে আমার অনুরোধ, প্রার্থনা করে যান। "


উল্লেখ্য, গত রবিবার নিজ বাড়ির  শৌচাগারে পড়ে গিয়ে মস্তিষ্কে আঘাত পান প্রণববাবু ।  তার জেরে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়, ফলে সোমবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তার পর থেকেই ভেন্টিলেটরে তিনি। গতকাল রাতে গভীর কোমায় চলে যান তিনি।

তার মধ্যেই গুজবের জেরে তিতিবিরক্ত হয়ে ওঠেন প্রণব মুখোপাধ্যায়ের পরিবার ও ঘনিষ্ঠরা। বুধবার বিকেলে তাঁর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। অভিজিৎ ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, দু’জনেই সেইসব গুজব উড়িয়ে দেন।




---------------------------------------------------------------------------------------------------------------------------- 

In BookBoi.Com you can find Bangla News Live, Bengali News Live, Bangla Khaba,r Bangla News, Bengali News, Latest Bangla News, Breaking bangla news, Top bangla news, Today's bangla news

----------------------------------------------------------------------------------------------------------------------------

Previous article
Next article
This Is The Oldest Page

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads