করোনায় মৃতের মুখ দেখার জন্য দাবী ৫১ হাজার টাকা! অভিযোগ হাওড়ায় - BookBoi.Com | Read Latest Bangla News Live, Bengali News Live, Bangla Khabar, Bangla News

Menu2

করোনায় মৃতের মুখ দেখার জন্য দাবী ৫১ হাজার টাকা! অভিযোগ হাওড়ায়

allegation-of-demanding-huge-money-from-the-corona-died-patient-s-family-Bangla-News-Live-Bengali-News-Live-Bangla-Khabar-Bangla-News-Bengali-News-bookboi-com

 

বাড়ি থেকে মৃতের দেহ শববাহী গাড়িতে তুলে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য চাওয়া হয়েছে ১০ হাজার টাকা। শুধু তাই নয়, শ্মশানে মৃতের মুখ দেখতে গেলে গুনতে হবে ৫০০০  থেকে ৫৫০00 টাকা। সূত্রের খবর, পুরসভার ডোম সব সময়ে না পাওয়া যাওয়ায়, হাওড়ায় ওই অসাধু চক্র তৈরি হয়েছে।


এক মাত্র শিবপুর শ্মশানে করোনায় মৃত বাক্তির দেহ দাহ করা হচ্ছে। করোনার চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলিতে লাগামছাড়া বিলের ঠেলায় এমনিতেই নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। হাওড়ায় অভিযোগ, তার ওপর সেখানে দেহ দাহ কড়া নিয়ে শুরু হয়েছে এমনই অমানবিক ঘটনা। 

 

জানা  গিয়েছে, অনেক ক্ষেত্রেই পুরসভার শববাহী গাড়িতে দেহ তোলার জন্য ডোম সব সময়ে পাওয়া যাচ্ছে না। তখন পুলিশ হাওড়ার ডোমপাড়া থেকে লোক পাঠাচ্ছে। অভিযোগ, মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাঁদেরই একটি অংশ টাকা অবৈধ রোজগার করছেন। সূত্রের খবর, পুলিশ ও পুরসভার কর্মীদের সামনেই এমন ঘটনা ঘটছে। কিন্তু দেহ সৎকারের কাজে বাধা তৈরি হওয়ার আশঙ্কায় কোনও ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

 

শ্মশানে এমনই হেনস্থার শিকার দু’টি পরিবার এই নিয়ে মুখ খুলেছে। একটি ঘটনায় গত ৯ অগস্ট একটি হাসপাতালে করোনায় মৃত্যু হওয়া এক যুবকের পরিবার শ্মশানে শেষ বার ছেলের মুখ দেখতে চেয়েছিল। অভিযোগ, তখন তাঁর দেহ শ্মশানে নিয়ে আসা লোকেরা তাদের থেকে ৫১ হাজার টাকা চান।
 

 

allegation-of-demanding-huge-money-from-the-corona-died-patient-s-family-Bangla-News-Live-Bengali-News-Live-Bangla-Khabar-Bangla-News-Bengali-News-bookboi-com
 

 

এছাড়াও, উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে সেখানে ভর্তি থাকা এক বৃদ্ধাকে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে বাড়ি পাঠানো  হয়েছিল। বাড়ি ফেরার পরের দিনই তিনি মারা যান।  কিন্তু তিনি কোভিড নেগেটিভ কি না, তা জানায়নি হাসপাতালটি। ফলে পরিবারের পক্ষ থেকে বার বার পুরসভা ও পুলিশকে জানানোর পরে রাত ৮টা নাগাদ একটি শববাহী গাড়ি পাঠানো হয়।

পুরসভার সেই গাড়িতে চালক ছাড়াও আরও দুই যুবক ছিলেন। অভিযোগ, ওই যুবকেরা নিজেদের ডোম বলে দাবি করে এবং মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ১০ হাজার টাকা চান। ওই বৃদ্ধার পুত্রবধূর বলেন, 

‘‘অনেক দর কষার পরে সাত হাজার টাকায় রফা হয়। যদি উনি করোনায় মারা গিয়ে থাকেন, তা হলে সারা রাত  দেহ বাড়িতে পড়ে থাকবে, এই ভয়ে রাজি হয়ে যাই।’’


 

হাওড়া জেলা প্রশাসন জানাচ্ছে, 

‘‘হাসপাতালগুলি অনেক ক্ষেত্রে দেহ শ্মশানে পাঠিয়ে দিচ্ছে। সেখানেই মৃতের মুখ দেখানোর নামে পরিবারের থেকে টাকা চাওয়া হচ্ছে।’’


 

শিবপুরের ডোমেদের নেতা রাজা মল্লিকের কথায়, 

‘‘ মৃতদেহের মুখ দেখতে চাওয়ায় তো অন্যায়। টাকা চাওয়া হচ্ছে, যাতে মানুষ মুখ দেখার দাবি না করে।’’

এ বিষয়ে সিটি পুলিশের এক কর্তা বলেন, 

"অনেক সময়ে করোনায় মৃতদের দেহ আনার জন্য ডোমপাড়া থেকে লোক পাঠানো হয়। তাঁরাই এই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা নিয়ে তদন্ত চলছে।"




---------------------------------------------------------------------------------------------------------------------------- 

In BookBoi.Com you can find Bangla News Live, Bengali News Live, Bangla Khaba,r Bangla News, Bengali News, Latest Bangla News, Breaking bangla news, Top bangla news, Today's bangla news

---------------------------------------------------------------------------------------------------------------------------- 

Previous article
Next article

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads