আজ এবং কাল। পরপর দু'দিন লকডাউন রাজ্যে - BookBoi.Com | Read Latest Bangla News Live, Bengali News Live, Bangla Khabar, Bangla News

Menu2

আজ এবং কাল। পরপর দু'দিন লকডাউন রাজ্যে

two-days-lockdown-across-west-bengal In BookBoi.Com you can find Bangla News Live, Bengali News Live, Bangla Khaba,r Bangla News, Bengali News, Latest Bangla News, Breaking bangla news


সাপ্তাহে এই প্রথম পর পর দুদিন লকডাউনের রাজ্যে। আজ, বৃহস্পতিবার এবং আগামিকাল শুক্রবার রাজ্য জুড়ে সার্বিক লকডাউন পালিত হবে। এর আগে পর পর দুদিন লকডাউনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়।

এ পর্যন্ত এক দিনের লকডাউনগুলি মোটের উপরে সফল হলেও আমজনতাকে টানা দুদিন ঘরবন্দি করে রাখা যাবে কি না, তা নিয়ে উদ্বেগে সরকার। আগের দিনগুলির মতো এ বারেও নিয়ম না মেনে অকারণে বাইরে বেরোলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ -প্রশাসন।

পরপর দুদিনের লকডাউনের আগে বুধবার বিভিন্ন দোকান-বাজারে প্রচুর ভিড় নজরে এসেছে। কলকাতার রাস্তায় এ দিন গাড়ির সংখ্যাও ছিল তুলনামূলক ভাবে বেশি। উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায় যানজটও হয়েছে। মাস্ক ব্যবহার না-করায় কলকাতায় পুলিশের শাস্তির মুখে পড়েছেন অনেকে।

প্রশাসন সূত্রের খবর, আগের সাপ্তাহিক লকডাউনের দিনগুলিতে যেমন বন্দোবস্ত ছিল আজ ও কাল তেমনই থাকবে। বিভিন্ন দোকান, বাজার বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে থাকবে নজরদারিও। কলকাতার যে সব এলাকাগুলিতে  আগের লকডাউনের দিনে নিয়ম ভাঙার ঘটনা বেশি ঘটেছে, সেখানে অতিরিক্ত নজর রাখতে বলা হয়েছে। প্রতিটি কমিশনারেট এবং জেলা পুলিশকেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে বলা হয়েছে।  প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, যে জেলা এবং যে এলাকাগুলিতে বেশি সংখ্যক কোভিড-রোগী রয়েছেন সেখানে বেশি কড়াকড়ি থাকবেই। তবে সার্বিক ভাবে জরুরি পরিষেবাস্বাস্থ্য পরিষেবায় ছাড় দেওয়া হবে।



---------------------------------------------------------------------------------------------------------------------------- 

In BookBoi.Com you can find Bangla News Live, Bengali News Live, Bangla Khaba,r Bangla News, Bengali News, Latest Bangla News, Breaking bangla news, Top bangla news, Today's bangla news

----------------------------------------------------------------------------------------------------------------------------

Previous article
Next article

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads