বিধি মেনে চালু হবে মেট্রো ও লোকাল ট্রেন, ঘোষণা মমতার - BookBoi.Com | Read Latest Bangla News Live, Bengali News Live, Bangla Khabar, Bangla News

Menu2

বিধি মেনে চালু হবে মেট্রো ও লোকাল ট্রেন, ঘোষণা মমতার

 



পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বুধবার ছয়টি কোভিড হটস্পট রাজ্য থেকে সপ্তাহে তিনবার বিমান চালনা করার অনুমতি দিয়ে এবং মেট্রো এবং শহরতলির ট্রেন চলাচল পুনরায় চালু করার অনুমতি দিয়ে কিছুটা শিথিলতা ঘোষণা করেছেন।

তিনি ২০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার এবং ১১ ও ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ জুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেন। ব্যানার্জি বলেছিলেন, তার সরকার ১ সেপ্টেম্বর থেকে সামাজিক দূরত্ব সহ, পর্যাপ্ত সুরক্ষা প্রোটোকল সহ শহরতলীর ট্রেনের এক-চতুর্থাংশ পরিষেবা এবং সম্পূর্ণ মেট্রো রেলপথের পরিষেবার জন্য অনুমতি দিতে রাজি রয়েছে। তিনি বলেন, "ছয় কোভিড হটস্পট রাজ্য থেকে আমরা আবারও বিমানের কার্যক্রম শুরু করার জন্য বেশ কয়েকটি অনুরোধ পেয়েছি। সুতরাং 1 সেপ্টেম্বর থেকে এই ছয়টি করোনাভাইরাস-ক্ষতিগ্রস্থ শহর থেকে বিমান সপ্তাহে তিনবার চলাচল করতে পারবে।" করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই করতে রাজ্য সরকার কলকাতা থেকে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর এবং আহমেদাবাদে যাত্রীদের ফ্লাইটে ৩১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছিল। "২০ শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিদ্যমান অন্যান্য বিধিনিষেধ কার্যকর হবে। ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে পুরো লকডাউন হবে। রাজ্যের কয়েকটি অঞ্চলে সংক্রমণ বাড়ছে," বলে জানান তিনি।




---------------------------------------------------------------------------------------------------------------------------- In BookBoi.Com you can find Bangla News Live, Bengali News Live, Bangla Khaba,r Bangla News, Bengali News, Latest Bangla News, Breaking bangla news, Top bangla news, Today's bangla news ----------------------------------------------------------------------------------------------------------------------------

Previous article
Next article

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads